হায়দরাবাদ: নির্ধারিত স্কুল ফি না দিতে পারায় ক্লাসে ঢুকতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ।অভিযোগ,তাঁর পরই অবসাদে আত্মঘাতী হয়েছে এক ছাত্রী। ঘটনাটি হায়দরাবাদের নেরেদমেট এলাকার।
পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের ওই ছাত্রী কাকাটিয়া নগরে থাকত। তাঁর বাবা-মা শ্রমিকের কাজ করেন। বেশ কিছুদিন থেকেই তাঁদের পরিবারে অর্থিক সমস্যা থাকায় ৩ হাজার টাকা স্কুলের ফি দিতে পারেনি সে। এরপরেই বেসরকারি স্কুলের তরফে তাঁকে জানিয়ে দেওয়া হয় বেতন না দেওয়ায় তাঁকে আর ক্লাস করতে দেওয়া হবে না। স্কুলের এই সিদ্ধান্তে অবসাদগ্রস্থ হয়ে পড়ে ওই নাবালিকা পড়ুয়া। তাঁর বাবা মা যখন কাজে যায় তখনই আত্মহত্যার পথ বেছে নেয় সে। কাজ থেকে ফিরে তাঁর মা বাবা ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে। তবে তাঁর কাছ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।