গয়েরকাটা: ফের ছাত্র বিক্ষোভ বানারহাট ব্লকের নাথুয়ার রামকৃষ্ণ সেবাশ্রম গভঃ আইটিআই কলেজে। ক্লাসের দাবিতে বুধবার কলেজের অধ্যক্ষের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভে শামিল হয় কলেজের ছাত্র-ছাত্রীরা। টানা দু’ঘণ্টা বিক্ষোভ চলার পর অবশেষে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেন তাঁরা। প্রসঙ্গত, গত ৮ এপ্রিল এই কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হন শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, কলেজে ক্লাস ঠিক মতো হয় না। কোনওদিন একটি দুটি ক্লাস হয়, আবার কোনওদিন একটিও ক্লাস হয় না। এদিকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষকদের বেতন সহ বিভিন্ন বিষয়ে বিরোধ রয়েছে। যে কারণে ক্লাস না হওয়ায় ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ। এদিন ছাত্র-ছাত্রীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও তিনি কথা বলতে রাজি হননি। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন ছাত্র-ছাত্রীরা।
যদিও এই বিষয়ে কলেজের অধ্যক্ষ ননীগোপাল পালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
আরও পড়ুন : মূলস্রোতে ফেরাতে উদ্যোগ, পথশিশুদের জন্য পাঠশালা খুলল রেল পুলিশ