নয়াদিল্লি: প্রকাশিত হল ২০২১ জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন অ্যাডভান্সড-এর ফলাফল। এতে ৯৬.৬৬ শতাংশ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে জয়পুরের মৃদুল আগারওয়াল। পরীক্ষায় ৩৬০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩৪৮। আইআইটি-জেইই প্রবেশিকা পরীক্ষার ইতিহাসে এখনও পর্যন্ত পাওয়া এটিই সবচেয়ে বেশি নম্বর। মৃদুলের বাবা প্রদীপ আগরওয়াল ও মা পূজা আগরওয়াল ছেলের এই কৃতিত্বে স্বাভাবিকভাবে আনন্দিত ও গর্বিত।
পড়াশোনায় খুবই মেধাবী ও মনোযোগী মৃদুল জানান, জেইইতে সাফল্য পাওয়ার জন্য সে প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা পড়াশোনা করত। শুরু থেকেই লক্ষ্য ছিল আইআইটি বম্বেতে জায়গা করে নেওয়া। সেই লক্ষ্য সামনে রেখেই কঠোর পরিশ্রম করেছে সে। পরবর্তীতে পদার্থবিদ্যা ও রসায়ন নিয়েই পড়াশোনা করতে চায় বলে জানিয়েছে মৃদুল।