ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শিলিগুড়ি শহরজুড়ে মনীষীদের নানা মূর্তি রয়েছে। কিন্তু ইদানিং রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে সর্বত্র আবর্জনায় ভরিয়ে দিচ্ছে বলে অভিযোগ। এই শনিবার ওয়ার্ল্ড এনজিও ডে উপলক্ষে শিলিগুড়ির কোর্টমোড়, সুভাষপল্লি, স্বামীজি মোড়, নেতাজি মোড় এলাকার নানান মনীষীদের মূর্তি পরিষ্কার করতে দেখা যায় এদের।

এদিন এমনই একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সেক্রেটারি সায়ন দাস বলেন, ‘আমাদের উদ্দেশ্য, রাস্তায় স্থাপিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের মূর্তি পরিষ্কারের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গঠনের বার্তা দেওয়া। এজন্যে শনিবার কলেজপাড়া লাগোয়া বিভিন্ন এলাকায় স্থাপিত, বিশিষ্ট ব্যক্তিদের মূর্তি পরিষ্কারের মাধ্যমে, আমরা কাজটি শুরু করেছি এবং ভবিষ্যতেও আমরা এই কাজটি সমানভাবে চালিয়ে যাওয়ার, যথাসাধ্য চেষ্টা করব।’ এদিন শিলিগুড়ির ছাত্র ও যুবদের মনীষীদের মূর্তি পরিষ্কারের এই কর্মসূচি সকল শ্রেণির মানুষের কাছ থেকে বাহবা কুড়িয়েছে।