তুফানগঞ্জঃ তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র নেতা সমীর দাস সহ পাঁচজন কে অবিলম্বে মুক্তির দাবীতে তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে পথ অবরোধ করল তুফানগঞ্জ(Tufanganj) মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। এদিন সকাল এগারোটা থেকে থেকে বেলা দেড়টা অবধি চলে পড়ুয়াদের পথ অবরোধ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ। তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বিজয় বর্মন বলেন, গত সোমবার তুফানগঞ্জ থানার পুলিশ অধ্যক্ষের অনুমতি ছাড়া তুফানগঞ্জ মহাবিদ্যালয় চত্বর থেকে সমীর দাস সহ পাঁচজন কে গ্রেপ্তার করে। আমরা অবিলম্বে তাদের মুক্তির দাবী জানাচ্ছি। নতুবা আমরা আগামীদিনে বৃহত্তর আন্দোলনে শামিল হব। এদিন অবশ্য পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় ছাত্র ছাত্রীরা।
বলা বাহুল্য, সোমবার তুফানগঞ্জ মহাবিদ্যালয় চত্বর থেকে তুফানগঞ্জ থানার পুলিশ সমীর দাস সহ পাঁচজনকে গ্রেপ্তার করে তুফানগঞ্জ থানার পুলিশ। বর্তমানে তাঁরা জেল হেপাজতে রয়েছেন।
আরও পড়ুনঃ মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন চালসায়