তুফানগঞ্জ: ট্যাবের টাকা না পেয়ে বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করল তুফানগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের ভোকেশনাল বিভাগের পড়ুয়ারা। বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত চলা অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ বাহিনী। পুলিশ বারবার অবরোধ তুলে নিতে বললেও, পড়ুয়ারা তাদের সিদ্ধান্তে অনড় থাকে। আন্দোলনকারীদের অভিযোগ, ভোকেশনাল বিভাগে পড়াশোনা করা ৫৫ জন ছাত্রকে ট্যাব কেনার টাকা দেওয়া হয়নি। অথচ কলা, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা প্রায় চার মাস আগে ট্যাব কেনার টাকা পেয়েছে। ট্যাব না থাকায় অনলাইনে ক্লাস করতে পারেনি তারা। বিষয়টি তুফানগঞ্জের মহকুমা শাসককে জানিয়েও কাজ হয়নি। তাই এদিন অবরোধ করা হয়েছে। পরে তুফানগঞ্জের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পার্থ দাস ওই বিদ্যালয়ের শিক্ষক ও আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তোলার ব্যবস্থা করেন। নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুলের টিচার ইনচার্জ ভুবনেশ্বর রাভা জানিয়েছেন ছাত্ররা যাতে খুব তাড়াতাড়ি ট্যাবের টাকা পায় তার চেষ্টা করা হচ্ছে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial