রায়গঞ্জ: পরিবেশ রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে রায়গঞ্জের পশ্চিম মহাদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। বিদ্যালয়ের শিক্ষকদের চেষ্টায় খুদে পড়ুয়ারা বেশ কয়েকটি গ্রামে মাঠে-ঘাটে শৌচকর্ম বন্ধ করে দিয়ে শৌচালয়মুখী করেছে গ্রামবাসীকে। পাশাপাশি প্রত্যেককে সচেতন করেছেন। মহাদেবপুর, ছোট মহাদেবপুর, সারাই, নয়াটুলি গ্রামের মানুষ এখন নিজেদের শৌচালয় ব্যবহার করেন। খুদে পড়ুয়াদের এই উদ্যোগ সফলতার পেছনে মায়েদের ভূমিকার কথা স্বীকার করেছেন বিদ্যালয়ের শিক্ষকেরা। গ্রামের মানুষকে শৌচালয় ব্যবহার সম্পর্কে সচেতন করার পাশাপাশি বিদ্যালয়ের সবুজায়ন ও তাদের রক্ষণাবেক্ষণে বড় ভূমিকা নিয়েছে পড়ুয়ারা। এই বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ ও সুন্দর পরিকাঠামো যেকোনও বেসরকারি বিদ্যালয়কে হার মানাবে।
বিদ্যালয়ের সুন্দর পরিকাঠামো এবং পরিবেশ রক্ষায় পড়ুয়া ও শিক্ষকদের ভূমিকা দেখে পিছিয়ে থাকেনি শিক্ষা দপ্তর। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিদ্যালয় পেয়েছে নির্মল বিদ্যালয়, শিশু মিত্র এবং রাজ্যের সেরা স্কুলের তকমা। চতুর্থ শ্রেণির পড়ুয়া দীপ রায় জানায়, আমাদের গ্রামে কেউ শৌচালয় ব্যবহার করত না। ফলে পরিবেশ দূষিত হত। তাই শিক্ষক এবং দাদা দিদিদের পরামর্শ অনুযায়ী হাতে পোস্টার নিয়ে ভোরে উঠেই বাঁশি বাজাতাম। বাঁশির আওয়াজ পেলে আর কেউ মাঠে আসত না।
বিদ্যালয়ের পড়ুয়ারা দল বেঁধে গাছের পাতা, নোংরা আবর্জনা পরিষ্কার করে। স্কুলে আঙুর, সবেদা, বেদানা, গোলাপজাম, কাঁঠাল, কামরাঙা প্রভৃতি ফলেছে। সবজির বাগান তৈরি হয়েছে। স্কুলের পরিবেশ এবং স্কুলের বাইরের পরিবেশ এই খুদেদের কর্মকাণ্ডে আমুল বদলে গিয়েছে। টিচার ইন চার্জ অলোক কুমার দত্ত বলেন, ‘সকলের চেষ্টায় বিদ্যালয়ের সবুজায়ন সম্ভব হয়েছে। এক সময় বেশ কয়েকটি গ্রামের মানুষ মাঠে ঘাটে শৌচকর্ম করতেন। আমরা গ্রামে শৌচকর্ম বন্ধ করার জন্য ছেলে-মেয়েদের প্রশিক্ষণের সচেতনতামূলক কিছু পোস্টার ও বাঁশি দিই।‘
স্থানীয় বাসিন্দা উত্তম দেবপাল জানান, শিক্ষক ও পড়ুয়াদের চেষ্টায় বিদ্যালয়ের পরিবেশ ভিন্ন রূপ নিয়েছে। পাশাপাশি পড়ুয়ারা গ্রামের মানুষকে শৌচালয়মুখী করে তুলেছে। পরিবেশ রক্ষায় তাদের এই কাজ অবশ্যই প্রশংসাযোগ্য। জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক কুমার ভক্ত জানান, সবাই যদি নিজেদের স্কুলের সুন্দর পরিবেশ গড়ে তোলে এবং শিশুদের পরিবেশ নিয়ে সচেতন করে তোলে তাহলে শিশুরা যেমন স্কুলমুখী হবে। তেমনই গ্রামের পরিবেশ সুন্দর হবে।
আরও পড়ুনঃ দাদুকে নিয়ে বাজারে যাওয়ার পথে দুর্ঘটনা, মৃত্যু যুবকের