দিনহাটা: দিনহাটা(Dinhata) কলেজের প্রশাসনিক ভবনের সামনে হিন্দি চটুল গানের সঙ্গে চলছে নাচ। তা নিয়ে রিল তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে। যদিও পরবর্তীতে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়। তবে তার আগেই সবার কাছে ছড়িয়ে পড়ে ভিডিওটি। সেই ভিডিও ডাউনলোডও করে ফেলেছেন অনেকেই। ঘটনা জানাজানি হতেই বৃহস্পতিবার সেই ছাত্র-ছাত্রীদের ডেকে পাঠান কলেজ কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ভর্ৎসনার মুখে পড়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে লিখিতভাবে ক্ষমা চায় পড়ুয়ারা।
অধ্যক্ষ আব্দুল আউলাল বলেন, ‘ছাত্র-ছাত্রীরা লিখিতভাবে ক্ষমা চেয়েছে। সেটা ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে।’ ছাত্র সংগঠন এসএফআইয়ের দিনহাটা কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক শুভ্রজিৎ দাস বলেন, ‘দিনহাটা কলেজের প্রশাসনিক ভবনের সামনে ওই চটুল হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচের ভিডিও রিল করা হয়েছে। পরবর্তীতে ফেসবুকে সেটি ভাইরাল করা হয়। এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেবিষয়ে কলেজ কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।’ তৃণমূল ছাত্র পরিষদ নেতা আমির আলম বলেন, ‘যে ঘটনা ঘটেছে সেটা ঠিক হয়নি। কলেজ কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে আমরা তার পাশে আছি।’
আরও পড়ুনঃ শিলিগুড়িতে নির্মীয়মাণ বহুতলের ছাদ ভেঙে মৃত ১, আহত ২