ওদলাবাড়ি: মাল ব্লক আইটিআইয়ের টিচার ইনচার্জ ও এক আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। মঙ্গলবার পরিচালন কর্তৃপক্ষের নির্দেশে ছাত্র বিক্ষোভের দ্বিতীয় দিনে ওদলাবাড়িতে মাল ব্লক আইটিআইয়ে যান টিআইসি তনুময় মিত্র এবং ইনস্টিটিউট পরিচালন কর্তৃপক্ষের এক আধিকারিক। তাঁরা পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। পড়ুয়ারা তাঁদের মূল দাবি নিয়মিত ক্লাস করানোর লিখিত প্রতিশ্রুতি দাবি করেন। অভিযোগ, তাতে রাজি না হওয়ায় প্রথমে ঘেরাও ও পরে টিআইসি অফিসের করিডরে বসে পড়েন একদল ছাত্র। টিচার ইনচার্জ তনুময় মিত্র ও ম্যানেজমেন্ট প্রতিনিধি পত্রকুসুম মিশ্র জানান, পড়ুয়াদের দাবির প্রতি তাঁদের সহানুভূতি রয়েছে। তাঁদের সমস্যা বোঝানোর চেষ্টা চলছে। উল্লেখ্য, অনিয়মিত পঠনপাঠন, মাসের পর মাস শিক্ষকদের গরহাজিরা, বেহাল পরিকাঠামো, ইচ্ছেমতো ফি আদায় সহ একাধিক অভিযোগে সোমবার ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মাল ব্লকের আইটিআই।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যু রায়গঞ্জে
রায়গঞ্জ: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ(Raiganj) থানার মহিপুর গ্রাম পঞ্চায়েতের কেশুরা গ্রামে। মৃতের নাম জিৎ বর্মন...
Read more