বীরপাড়া: ইউক্রেন(Ukraine) থেকে ভারতীয়দের ফেরাতে দেরি করেছে কেন্দ্র। এই অভিযোগে বিতর্কের ঝড় বয়ে গেলেও পড়ুয়াদের অনেকেই কিন্তু ঘরে ফিরে কেন্দ্রের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে শনিবার সন্ধ্যায় বাড়িতে ফেরে মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনার বাসিন্দা তানবির ইসলাম এবং ফালাকাটা ব্লকের এথেলবাড়ির দিব্যম কৌশিক। এদিন বেলা দেড়টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন তাঁরা। ফালাকাটা ব্লক প্রশাসনের তরফে দিব্যমের জন্য এবং মাদারিহাট বীরপাড়া ব্লক প্রশাসনের তরফে তানবিরের জন্য বিমানবন্দরে গাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। দিব্যমের মা মীনাক্ষী দেবী এবং তানবিরের মা তানজিনা বেগম ছেলেকে পেয়ে জড়িয়ে ধরেন।
ঘরে ফিরে এদিন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছেন পড়ুয়ারা। তানবির ইসলামের কথায়, ভারতীয় দূতাবাস যথেষ্ট সহযোগিতা করেছে। দূতাবাসই তাঁদের ইউক্রেন থেকে রোমানিয়া নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সেখান থেকে বিমানযোগে দেশে ফেরেন তাঁরা।