উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১৫ বছর বয়স পর্যন্ত স্কুলপড়ুয়াদের দেওয়া হবে হাম এবং রুবেলা ভাইরাসের প্রতিষেধক। শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে তার প্রস্তুতি। ইতিমধ্যেই টিকাকরণ নিয়ে স্বাস্থ্য দফতরের (Health Department) সঙ্গে স্কুলের শিক্ষক-প্রতিনিধির বৈঠক হয়েছে। এই প্রতিষেধক নিয়ে সচেতনতা বাড়াতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে অবিভাবকদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। নতুন বছরের শুরুতেই স্কুলে স্কুলে এই প্রতিষেধক প্রদান শুরু হওয়ার কথা।
সম্পূর্ণ বিনামূল্যে ন’মাস বয়স থেকে ১৫ বছর বয়সিদের দেওয়া হবে হাম ও রুবেলা রুবেলা ভাইরাসের প্রতিষেধক। খুব শীঘ্রই রাজ্যজুড়ে এই কর্মসূচী শুরু করবে রাজ্য স্বাস্থ্য দপ্তর। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলেরপড়ুয়ারা স্কুল থেকেই পাবে সেগুলি। স্কুল গুলিতে মোট কতজন পড়ুয়া রয়েছে তা অবিলম্বে স্বাস্থ্য দফতরে অথবা পুরসভায় জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, স্কুলেই প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা হওয়ায় কোনও পড়ুয়াই বাদ পড়বে না বলে তাঁরা আশাবাদী। এক শিক্ষক জানিয়েছেন, ‘করোনার সময়ে পড়ুয়ারা স্কুলেই ওই প্রতিষেধক নিতে পেরেছিল বলে কেউ বাদ যায়নি। একইভাবে হাম ও রুবেলা রুবেলা ভাইরাসের প্রতিষেধকও স্কুল থেকে দেওয়ার ব্যবস্থা হলে দিলে ১৫ বছর বয়স পর্যন্ত পড়ুয়ারা কেউই বাদ যাবে না।’
আরও পড়ুন: Weather Report | চলতি সপ্তাহে হাওয়া বদলের পূর্বাভাস, কী বলছে ওয়েদার রিপোর্ট?