উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হাতে বিয়ারের ক্যান, মাথায় নেই হেলমেট, এক্সপ্রেসওয়েতে রিলস বানিয়ে মোটা অংকের জরিমানা দিলেন এক ‘স্টান্টম্যান’। এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) গাজিয়াবাদে। সোশ্যাল মিডিয়ায় চলমান বাইকে বিয়ার পান করার ভিডিও পোস্ট হতেই নজরে এল পুলিশের। আইন ভাঙার অপরাধে ৩১০০০ টাকা জরিমানা দিতে হল ট্র্যাফিক পুলিশকে।
জানাগেছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের অভিষেক কুমার নামের এক যুবক সম্প্রতি একটি ভিডিও শ্যুট করেছেন দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে। এই এক্সপ্রেসওয়েতে দুচাকার যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। তা সত্ত্বেও তিনি বাইক নিয়ে উঠে পড়েন এই নিষিদ্ধ হাইওয়েতে। তাঁর মাথায় নেই হেলমেট। তাঁর এক হাতে বাইক আর অন্য হাতে বিয়ারের ক্যান। বিয়ার খেতে খেতেই ‘ঝক্কাস’ বাইক চালালেন। আর রিলও বানানো হল সেটির। এর ফলও ভোগ করতে হয় তাঁকে। ১৫ সেকেন্ডের এই ভিডিওটি রিলস বানিয়ে পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।
https://twitter.com/lokeshRlive/status/1616451911745519617?s=20&t=HG4E2ahVQcb1yqiqIV28CA
রিলটি পোস্ট করার পরেই টুইটারে এক ব্যক্তি গাজিয়াবাদ পুলিশকে ট্যাগ করে ভিডিয়োটি শেয়ার করেন। তা দেখেই গাজিয়াবাদ পুলিশ সক্রিয় হয়। এরপর শুরু হয় অভিযুক্তকে খুঁজে বের করতে পুলিশের তল্লাশি। দুদিনের মাথায় পুলিশ পৌঁছে যায় অভিষেকের দুয়ারে। গাজিয়াবাদ ট্রাফিক পুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক আইনভঙ্গের অভিযোগ আনেন। অভিযুক্ত অভিষেক কুমারকে মোট ৩১০০০ টাকা জরিমানা দিতে হয়। গাজিয়াবাদ পুলিশের তরফে নিজেদের সাইটে জরিমানার কাগজের ছবি পোস্ট করা হয়। একইসঙ্গে জানানো হয়, অভিযুক্ত অভিষেক কুমারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : আঞ্চলিক ভাষায় অনূদিত হবে সুপ্রিম কোর্টের রায়, চন্দ্রচূড়ের প্রশংসায় মোদি