উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিধ্বংসী মেজাজে শুভমন গিল। স্বপ্নের ছন্দে রয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ওডিআই-এ সেঞ্চুরির পর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই-এ দ্বিশতরান করেন শুভমন গিল (Subhman Gill)। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৪০ করেন। তৃতীয় ম্যাচে ফের সেঞ্চুরি।এদিন শুভমন ৭২ বলে করেছেন শতরান। ৯ দিনের মধ্যেই শুভমন ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড। ছুঁয়ে ফেললেন বাবর আজমকে। এতদিন তিন ম্যাচের দ্বিপাক্ষিক একদিনের সিরিজে সবচেয়ে বেশি রান করার নজির ছিল বাবরের। তাঁকেই আজ স্পর্শ করলেন গিল। আর একটা রান বেশি করলেই, বাবরের সেই রেকর্ডও ভেঙে দিতে পারতেন তিনি। এটাই আফশোস। এক দিনের ক্রিকেটে চতুর্থ শতরান হয়ে গেল ২৩ বছরের ব্যাটারের। আন্তর্জাতিক এক দিনের ম্যাচে পাঁচটি অর্ধশতরানও রয়েছে তাঁর ঝুলিতে।
২০১৬-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের বাবর। ১২০, ১২৩ এবং ১১৭ রান করেছিলেন বাবর আজম। পাক অধিনায়কের তিন ম্যাচে তাঁর মোট রান ছিল ৩৬০। কিউয়িদের বিরুদ্ধে শুভমনও মোট ৩৬০ রান করেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচে শুভমন করেছেন যথাক্রমে ২০৮, ৪০ এবং ১১২ রান। শুভমনের মোট ৩৬০ রান হল। পাশাপাশি তিনি ভাঙলেন বিরাট কোহলির রেকর্রডও। তিন ম্যাচের দ্বিপাক্ষিক সবচেয়ে বেশি রান ছিল কোহলির। কিন্তু সেই নজির ৯ দিনও টিকল না। ভেঙে দিলেন শুভমন। কোহলি করেছিলেন মোট ২৮৩ রান, আর শুভমন করলেন ৩৬০।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড! রোহিত-গিলের দাপটে ৯০ রানে ম্যাচ জিতল টিম ইন্ডিয়া