কলকাতা: ‘পার্থকে জুতো ছুড়ে মারব না তো মালা দিয়ে বরণ করলে ভালো লাগত?’ পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chatterjee) লক্ষ্য করে জুতো ছুড়ে মারার পর এমনই বিস্ফোরক মন্তব্য করলেন দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা শুভ্রা ঘোড়ুই। মঙ্গলবার পার্থকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে বেরোনোর সময় তাঁকে লক্ষ্য করে জুতো ছোড়েন তিনি। যদিও ওই জুতো পার্থর গায়ে লাগেনি। ততক্ষণে তাঁকে গাড়িতে ঢুকিয়ে নেন ইডির আধিকারিকরা। গাড়ির দরজায় জুতো লেগে পড়ে যায়।
কেন হঠাৎ জুতো ছুড়লেন তিনি? এই প্রশ্ন করা হলে মহিলা বলেন, ‘আমার রাগ ছিল তাই জুতো দিয়ে মেরেছি, মালা দিয়ে বরণ করলে কি ভালো হত? আমি ওনাকে জুতো মেরে শান্তি পেয়েছি। এবার আমাকে ছেড়ে দিন দয়া করে।‘ এদিন এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। এ প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত। কারও বিরুদ্ধে জুতো ছোড়ার সমর্থন তো আমরা করতে পারি না। ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হলে তা সমর্থনযোগ্য নয়। তবে এটায় বোঝা যাচ্ছে এই সরকারের প্রতি মানুষের ক্ষোভ কতটা।