হবিবপুর: অবশেষে গরমের দীর্ঘ ছুটি কাটিয়ে সোমবার থেকে খুলে গেল সরকারি সমস্ত বিদ্যালয়গুলি। আর বিদ্যালয় খুলতেই ছাত্রছাত্রীদের পানীয় জলের সমস্যা দূর করতে বুলবুলচণ্ডী (Bulbulchandi) আর এন রায় প্রাথমিক বিদ্যালয়ে শুরু হল সাব মার্সিবল পাম্প বসানোর কাজ। বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বিদ্যালয় চত্বরে এই সাব মার্সিবল পাম্প বসানোর কাজ শুরু হয়। উপস্থিত ছিলেন বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর সাহা, বুলবুলচণ্ডী অঞ্চল সভাপতি পীযূষ মণ্ডল এবং বিনোদ প্রসাদ সহ অন্যান্যরা। পুজো দিয়ে এবং নারকেল ফাটিয়ে কাজের সূচনা হয়।পীযূষ মণ্ডল বলেন, ‘বুলবুলচণ্ডী আর এন রায় প্রাথমিক বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা ছিল। তাই বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আড়াই লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয় চত্বরে সাব মার্সিবল পাম্প বসানোর কাজ শুরু হল।‘
চাষের জমি থেকে মাটি কেটে নিজের বাড়ির জমি ভরাট! কাঠগড়ায় মালদার সভাধিপতি
চাঁচল: জমি থেকে বা নদী থেকে কোনওভাবেই মাটি কাটা যাবে না। অথচ প্রশাসনের এই নির্দেশকে অগ্রাহ্য করে রাতের অন্ধকারে ট্রাক্টরে...
Read more