কলকাতা: করোনা সংক্রমণ থেকে বাদ পড়েননি ‘রান্নাঘর’ কর্ত্রী। কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে সুদীপা চট্টোপাধ্যায়ের। মৃদু নয়, বেশ ভালো উপসর্গ রয়েছে তাঁর। মাথা ব্যথা, শরীর যন্ত্রণা কাবু করেছে তাঁকে। চিকিৎসকদের পরামর্শে নিভৃতবাসেই রয়েছেন তিনি।
করোনা টিকার দুটি ডোজই নিয়েছিলেন সুদীপা। তারপরেও করোনা আক্রান্ত হয়েছেন। তবে পরিবারের আর কারোর মধ্যে সংক্রমণ ছড়ায়নি। রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই আলাদা রয়েছেন তিনি। আপাতত সব শুট থেকে দূরে রয়েছেন তিনি।
আরও পড়ুন : করোনা আক্রান্ত হলেন সুজান খান