ডিজিটাল ডেস্ক : সারদাকাণ্ডে দীর্ঘ দিন জেলে ছিলেন অধিকর্তা সুদীপ্ত সেন। জেল থেকেই তিনি চিঠি লিখেছিলেন, তাঁর কাছ থেকে টাকা নিয়েছেন বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এই নিয়ে আজকে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলেন সুদীপ্ত সেন। তিনি এসেছিলেন, বিধাননগর এমপি-এমএলএ আদালতে একটি শুনানির জন্য। আর সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং সুদীপ্ত সেন সবার সামনে প্রকাশ্যেই বলেন, শুভেন্দু অধিকারী তাঁকে ব্লাকমেইল করে বহুবার টাকা নিয়েছে। এ প্রসঙ্গে সমস্ত তথ্য তিনি চিঠি দিয়ে জানিয়েছেন বলে দাবি করেছেন। অন্যদিকে সুদীপ্ত সেনের অভিযোগকে মোটেই পাত্তা দিল না গেরুয়া শিবির। বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার পালটা দাবি করেন, সুদীপ্ত সেনকে ভয় দেখিয়ে শুভেন্দুর নাম করানো হচ্ছে। তিনি বলেন, সারদা থেকে কারা টাকা নিয়েছে, তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তবে এ ব্যাপারে শুভেন্দু অধিকারীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই সুদীপ্ত সেনের দাবি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে তীব্র জল্পনা।
টেট দুর্নীতিতে অনুব্রত কন্যার নাম থাকায় তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের
ডিজিটাল ডেস্ক: গরু পাচার মামলার পাশাপাশি এবার টেট দুর্নীতি মামলাতেও নাম জড়ালো অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের। প্রসঙ্গত জানা গিয়েছে, সুকন্যা...
Read more