মুম্বই: এবার কি বলিউডে পা রাখছেন অভিনেতা শাহরুখ খান তনয়া সুহানা খান?। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। কিং খান এর আগে নিজেই জানিয়েছিলেন সুহানা এবং আরিয়ান দু’জনেই ফিল্ম জগতের সঙ্গে জড়িয়ে থাকতে চান। সুহানার ইচ্ছা নায়িকা হওয়া। আরিয়ানের ইচ্ছা পরিচালনায় যাওয়া। কানাঘুষোয় শোনা যাচ্ছে সুহানার বলিউড ডেবিউ নাকি হতে চলেছে পরিচালক জোয়া আখতারের হাত ধরেই।
জানা গিয়েছে, জনপ্রিয় কমিক বুক ‘আর্চি’র ভারতীয় সংস্করণ তৈরি করছেন জোয়া আখতার। এটি একটি রোমান্টিক কমেডি। যেখানে স্কুলের কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যায় আর যে জার্নি তাঁদের মনে থেকে যায় আজীবন। সুহানা ছাড়াও এই ছবিতে দেখা যেতে পারে আরও দু’জন স্টারকিডকে।