আবুজা (নাইজেরিয়া), ১৭ জুনঃ দুটি পৃথক আত্মঘাতী বোমা হামলায় শনিবার উত্তর-পূর্ব নাইজেরিয়ায় ডাম্বোয়া শহরে মৃত্যু হল কমপক্ষে ৩১ জনের। জঙ্গি সংগঠন বোকো হারাম এই বিস্ফরণের মূলে রয়েছে বলে রবিবার জানান সেদেশের এক মিলিটারি আধিকারিক।
সরকারের মুখপাত্র বাবাকুরা কোলো জানান, শনিবার সন্ধ্যায় শহরের লোকজন ইদ উপলক্ষে বিভিন্ন যায়গায় জমায়েত করে। ঠিক সেই সময়ই বিস্ফোরণ ঘটে। তাতে ৩১ জনই ঘটনাস্থলেই মারা জান।’
- Advertisement -