রায়গঞ্জ: প্রেমিকার বাড়ির লোকেদের অত্যাচার সহ্য না করতে পেরে আত্মঘাতী হলেন এক যুবক! ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ থানার অনন্তপুরের ভেলাই গ্ৰামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাদ্দাম হোসেন। অনন্তপুর এলাকায় কম্পিউটারের দোকান রয়েছে তাঁর।
মৃত যুবকের বাবা আবু তালেবের অভিযোগ, তাঁর ছেলের সঙ্গে গ্রামের এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। শনিবার তাঁর ছেলে সাদ্দামকে দোকান থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন ওই মেয়েটির পরিবারের লোকজন। ছেলের ওপর তাঁরা মানসিকভাবে চাপ সৃষ্টি করেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে সাদ্দাম কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। পাশাপাশি কালিয়াগঞ্জ থানায় প্রেমিকা ও তাঁর বাবা এবং জামাইবাবুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।