রায়গঞ্জ: ছেলে ও বৌমার অত্যাচার সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী মা। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায়। মৃতার নাম বাসনা সরকার (৩৯)। মৃতার স্বামী পেশায় গাড়িচালক নকুল সরকার বলেন, ‘আমার স্ত্রীর একটি স্টেশনারি দোকান রয়েছে। সেই দোকান দেখভাল করত আমার ছেলেও। আমার স্ত্রীর কাছ থেকে ওই দোকানটি নেওয়ার জন্য চাপ দিতে থাকে ছেলে ও বৌমা। দোকান না দেওয়ায় গতকাল রাতে ছেলে ও বৌমার সঙ্গে বচসা হয়। তার জেরেই গলায় ফাঁস দেয় সে।‘ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে ও বৌমা। রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন : দুর্গাপুজোর বাকি প্রায় ১০০ দিন, রথযাত্রার আগে কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে