নিশিগঞ্জ: উত্তরবঙ্গের মানুষের প্রতি বঞ্চনা রয়েছে। তবে বঞ্চনা মানেই বিভাজন, এই ভাবনা ঠিক নয়। উত্তরবঙ্গ হল রাজ্যের সম্পদশালী এলাকা। বিভাজন নয়, মানুষের মধ্যে ঐক্যের বাতাবরণ তৈরি করাই আমাদের লক্ষ্য। শনিবার নিশিগঞ্জে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ (ইউসিআরসি)-র ষষ্ঠ কোচবিহার জেলা সম্মেলনে এসে একথা বললেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এদিন নিশিগঞ্জ নেতাজি সুভাষ সদনে সম্মেলন শুরুর আগে একটি মিছিল বাজার পরিক্রমা করে। কোচবিহার জেলায় অনুমোদনহীন প্রায় একশো কলোনির স্বীকৃতি, উদ্বাস্তুদের পুনর্বাসন, এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িতদের কঠোর শাস্তি সহ বিভিন্ন দাবিতে এদিন মিছিল করা হয়। ইউসিআরসি-র সম্মেলনে সুজন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন অনন্ত রায়, দীপক ভট্টাচার্য, মহানন্দ সাহা প্রমুখ।
আরও পড়ুনঃ পাওনা টাকা চাইতে গিয়ে মহিলাকে মারধরের অভিযোগ, ধৃত ১