ডিজিটাল ডেস্কঃ পেগাসাস বিতর্ক দীর্ঘদিন ধরেই চলছে। তবে আজকে যে খবর প্রকাশ্যে এসেছে তারপর নতুন করে পেগাসাস বিতর্ক নিয়ে আবার উত্তপ্ত হতে শুরু করেছে রাজনৈতিক মহল। আজকে পেগাসাস কাণ্ড নিয়ে নিউইয়র্ক টাইমস বিস্ফোরক তথ্য সামনে এনেছে। নিউইয়র্ক টাইমস দাবি করেছে, ২০১৭ সালে ইজরায়েলে ২ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তির সঙ্গে পেগাসাস ডিলে সই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাই নিয়ে আজ দিনভর কেন্দ্রীয় সরকারকে ক্রমাগত আক্রমণ করে চললেন বিরোধীরা। পেগাসাস নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে এবার সুর চড়ালো সিপিএম নেতৃত্ব। এ প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, স্পষ্টতই কেন্দ্রীয় মোদি সরকার অসততা করছেন, মিথ্যা বলছেন। বিশেষজ্ঞদের মতে, পেগাসাস নিয়ে নতুন তথ্য সামনে আসায় কার্যত তীব্র অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবেই আগামী দিনে বিতর্ক আরো বাড়বে বলে নিশ্চিত থাকা যায়।
শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে ‘নীরব সন্ত্রাস’ চলছে, অভিযোগ অশোকের
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় মাথা চাড়া দিয়েছে দালাল চক্র এবং এদের মদত দিচ্ছে বিজেপি ও তৃণমূল।...
Read more