ডিজিটাল ডেস্ক : বিগত কয়েক দিন যাবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহের রাজ্যে আসার কথা থাকলেও তা বারবার বাতিল হয়েছে। কিন্তু এবার জানা যাচ্ছে, আগামী ৪ ঠা মে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসতে চলেছেন। কার্যত তিনি ৫ ই মে কলকাতার বিএসএফ কর্মসূচিতে যোগ দেবেন। এবং দলের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। ঐদিন রাতে কিংবা পরের দিন অমিত শাহ চলে যাবেন উত্তরবঙ্গে। সেখানে ৬ ই মে সকালে উত্তরবঙ্গ বিএসএফের একটি কর্মসূচিতে তিনি যোগ দেবেন এবং শিলিগুড়িতে দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। অমিত শাহের সফরসূচি নিয়ে বিস্তারিত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন কোনো কর্মসূচি পালন করবে না রাজ্য বিজেপি। উপ নির্বাচনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গেরুয়া শিবির পুরোনো মনোবল ফিরে পাবে বলেই মনে করছে বঙ্গ বিজেপি শিবির।
আরও পড়ুন : বেতন বকেয়া থাকলেও পড়ুয়াদের ক্লাস করতে দিতে হবে, নির্দেশ হাইকোর্টের