ডিজিটাল ডেস্কঃ বেশ কয়েকদিন যাবৎ ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সরব হয়েছেন। প্রসঙ্গত, অর্জুন সিং এর রাজনৈতিক অবস্থান কোন দিকে মোড় নিতে চলেছে, তা নিয়ে কিন্তু ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকেই অর্জুন সিং এর তৃণমূলে ফিরে যাবার বিষয়টি নিয়েও চর্চা চালাচ্ছেন। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি জানান, অর্জুন সিং এর বর্তমান অবস্থা অর্জুন সিং ভাল বলতে পারবেন। এখানে দলের কোনো বক্তব্য নেই। অন্যদিকে আগামী ৪ ঠা মে জুট কমিশনারের অফিসে বিক্ষোভ কর্মসূচি রয়েছে তৃণমূলের। এবং উল্লেখযোগ্যভাবে এই কর্মসূচিকে সমর্থন করেছেন অর্জুন সিং। কার্যত অর্জুন সিং এর বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে কিন্তু ক্রমশ চর্চা বাড়ছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুনঃ দুর্নীতিতে আপ্ত সহায়ক যুক্ত থাকায় এবার প্রশ্নের মুখে তৃণমূল বিধায়ক