ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে শুরু হয়ে গিয়েছে সমর্থনের আবেদন। এনডিএ তরফের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে(Draupadi Murmu) ভোট দেওয়ার জন্য বিভিন্ন বিরোধী দলের কাছে আবেদন জানানো হচ্ছে। সূত্রের খবর, রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)কে চিঠি লিখলো বিজেপি। জানা গিয়েছে, সেই চিঠিতে সই করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই চিঠির কথা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন সুকান্ত মজুমদার নিজেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দেওয়া হল? তার উত্তরে সুকান্ত মজুমদার জানিয়েছেন, যেহেতু জনজাতি সম্প্রদায়ের রাষ্ট্রপতি হতে চলেছেন দ্রৌপদী মুর্মু, তাই বাংলার মুখ্যমন্ত্রী যাতে তাঁকেই নির্বাচিত করেন সে কথা ভেবেই আবেদন করা হয়েছে। তবে এই চিঠির প্রত্যুত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত কিছু জানাননি বলেই জানা গিয়েছে।
মহরমে তমলুকে মিছিল বেরোবে বিজেপির, আপত্তি নেই হাইকোর্টের
ডিজিটাল ডেস্ক: আগামীকাল মহরম (Maharam)। যথারীতি তাজিয়া বেরোবে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে। কোনরকম অশান্তি যাতে না হয়, তার জন্য ইতিমধ্যেই...
Read more