উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তৃণমূলের রাজ্যসভা সাংসদ শান্তনু সেনের মেয়ে নিয়ম বহির্ভূত ভাবে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । সুকান্ত রবিবার একটি টুইট করে জানিয়েছেন, শান্তনু সেনের কন্যা সৌমিলি সেন নিট পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন। তবে কি করে এমনটা হল তা অবশ্য স্পষ্ট করেননি সুকান্ত। একই সঙ্গে টুইটে তাঁর অভিযোগ ডাক্তারি পড়ার সময় শান্তনু সেনের বার্ষিক আয় অনেক কম করে দেখিয়েছেন তাঁর কন্যা সৌমিলি সেন। এই সংক্রান্ত একটি নথিও টুইট করেছেন তিনি। সুকান্তর দাবি, ২০২০ সালে আর জি কর মেডিকেল কলেজকে দেওয়া সৌমিলির তথ্য অনুযায়ী শান্তনু সেনের বার্ষিক আয় ৩ লক্ষ টাকা। অথচ ২০১৬-১৭ অর্থবর্ষে শান্তনুর আয় ছিল বার্ষিক সাত লাখ টাকার বেশি।
In 2020 Soumili Sen D/o TMC RS MP, Dr. Santanu Sen got admission to MBBS without clearing NEET. She also showed her father's income as a paltry Rs 3 lakh whereas his 2016-17 affidavit shows an income of 7 lakh. Also Add the Salary which an MP gets.
Why this discrepancy ?? pic.twitter.com/1R9E9fdk8g
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 27, 2022
এর পালটা দিতে দেরি করেননি তৃণমূল সাংসদ তিনি জানান, তাঁর মেয়ে বরাবরই মেধাবী। মেধার জোরেই তিনি ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন। এদিন শান্তনু সেন নিজেও পালটা টুইট করে কিছু নথিপত্র তুলে ধরেছেন। জানিয়েছেন, তিনি আইনের পথে যাবেন।
Best example of dragging family&kids into the battle,failing to confront politically. She is a meritorious student &even in last University Exam secured Hons. in Biochem.
None can get admission in MBBS without clearing NEET.
Shame on @BJP4Bengal
Be ready for legal consequences https://t.co/5TCP2A2UK7 pic.twitter.com/mXf5PEDVeU— DR SANTANU SEN (@SantanuSenMP) November 27, 2022
আরও পড়ুন : ২০০০ টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারে- জানিয়েছিলেন সুকান্ত, পালটা দিলেন ফিরহাদ