ডিজিটাল ডেস্কঃ অভিনেতা এবং সাংসদ দেব আজকে হাজিরা দিয়েছেন সিবিআইয়ের নোটিশে নিজাম প্যালেসে। কার্যত শোনা যাচ্ছে, তাঁকে গরু পাচার কাণ্ড নিয়ে জেরা করা হবে। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, একাধিক সাক্ষীর বয়ানে নাম উঠে এসেছে অভিনেতা দেবের। এমনকি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনার সূত্রে এবার তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। কার্যত রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, তৃণমূলে থাকার জন্যই তারকা অভিনেতাকে এসবের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এর আগেও সুকান্ত মজুমদার একই কথা বলেছিলেন। সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবশ্য তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আজকে নজর থাকছে, নিজাম প্যালেসের দিকেই।
আরও পড়ুনঃ দেব পৌঁছালেন নিজাম প্যালেসে