প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে প্রত্যেকটি কেন্দ্রে প্রার্থী দেওয়া এবং বুথ কমিটি গঠন করার জন্য এখন থেকেই সক্রিয় রাজ্য বিজেপি। তৈরি হচ্ছে নির্বাচনি খসড়া প্রস্তাবনা ও স্বচ্ছ-দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনের লক্ষ্যে বিজেপির সংকল্পপত্রে থাকছে প্রায় ২০টির মতো প্রতিশ্রুতি। এই সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের রণকৌশল চূড়ান্ত করতে অতি দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এবং সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার(J. P. Nadda) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সম্ভবত সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে দিল্লিতেই হবে এই বৈঠক।
প্রসঙ্গত, নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট। আর পঞ্চায়েত ভোট থেকে বেজে উঠবে লোকসভা নির্বাচনের দামামা। সেই কারণে এই ভোটে গ্রাম পঞ্চায়েতগুলোকে দখলে রাখতে মরিয়া রাজ্যের সমস্ত রাজনৈতিক দল। ইতিহাস বলে পঞ্চায়েত নির্বাচনে শাসকদলই বরাবর ‘অ্যাডভান্টেজে’ থাকে। কিন্তু রাজ্যের একমাত্র বিরোধী দল বিজেপিও এবার মাটি কামড়ে ধরেছে পঞ্চায়েত নির্বাচনে। ২০১৯-এর লোকসভা নির্বাচন, তারপর ২০২১-এর বিধানসভা নির্বাচনে পায়ের তলায় কিছুটা মাটি শক্ত করতে পেরেছে বিজেপি। উত্তরবঙ্গ, মেদিনীপুর, বনগাঁ, নদীয়া, বাঁকুড়া ও পুরুলিয়া সহ বেশ কিছু জায়গায় বিজেপির সাংসদ এবং বিধায়করা রয়েছেন। সেই সকল জায়গা থেকে ২০১৭ পঞ্চায়েত নির্বাচনের মতো এবার পুরোটাই একপেশে লড়াই হবে বলে মনে করছে না দল।