ডিজিটাল ডেস্ক: অবশেষে করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, কিছুদিন আগে তিনি করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার আমরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর খোঁজ নেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্য বিজেপি সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন প্রধানমন্ত্রীকে সৌজন্যে জানানোর কথা। তা নিয়ে ভালোই বিতর্ক হয়েছিল। তবে এবার রাজ্য বিজেপি সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বললেন, তিনি ভালো আছেন। শরীরে কিছু দুর্বলতা আছে, বাড়িতে বিশ্রাম নিলে তিনি ঠিক হয়ে যাবেন। করোনা আক্রান্ত হলে ১০ দিন পর্যন্ত বিশ্রামে থাকার কথা বলা হয় চিকিৎসকদের তরফ থেকে। সুকান্ত মজুমদার জানিয়েছেন, তিনি আপাতত বাড়িতেই থাকবেন। তারপর তিনি আবার রাজনীতির চেনা ছন্দে ফিরতে পারবেন।
আরও পড়ুন : ভেঙে দেওয়া হল বঙ্গ বিজেপির সব সেল