জলপাইগুড়ি: জলপাইগুড়ির বিধায়ক সুখবিলাস বর্মাকে নিজেদের শিবিরে টানার চেষ্টা করেছিল তৃণমূল বিজেপি উভয় দলই। কিন্তু কংগ্রেসের প্রতি অনুরক্ত প্রাক্তন আইএএস অফিসার সুখবিলাস সেই প্রস্তাব প্রত্যাখান করেন বলে বৃহস্পতিবার দাবি করেন। এদিন এক সাংবাদিক সম্মেলনে সুখবিলাস বর্মা বলেন, ‘তৃণমূল কংগ্রেস এবং বিজেপি থেকে যোগ দেবার জন্য আমাকে টোপ দেওযা হয়েছিল। তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। রাজ্যের যে কোনও তণমূল কংগ্রেসের বিধাযকের চাইতে বিরোধী দলের বিধায়ক হলেও আমি এলাকায় উন্নয়ন করতে সফল হয়েছি। উন্নয়ন খাতে কংগ্রেসের দুই রাজ্যসভা সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য্য ও অভিষেক মনু সিংভির কাছ থেকে ১৩ কোটি টাকা নিয়ে এসে জলপাইগুড়ি বিধানসভা ক্ষেত্রের উন্নযন করেছি।’ সুতরাং কখনই কোনও প্ররোচনায় দলবদল করবেন না বলে জানান তিনি।।