ডিজিটাল ডেস্কঃ একটা সময় সুনন্দা পুষ্করের মৃত্যু ঘিরে ব্যাপক তোলপাড় হয়েছিল সারাদেশে।সুনন্দা পুষ্কর(Sunanda Pushkar) হলেন কংগ্রেস সাংসদ শশী থারুরের স্ত্রী। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সুনন্দা পুষ্করের মৃত্যুতে অভিযুক্ত হয়েছিলেন শশী থারুর। ২০১৪ সালের ১৭ ই জানুয়ারি দিল্লির অভিজাত হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সুনন্দা পুষ্করকে। সুনন্দা পুষ্করের মৃত্যুর পর শশী থারুরকে দায়ী করা হয়েছিল। অভিযোগ উঠেছিল সুনন্দা পুষ্করকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন শশী থারুর।
এমনকি তাঁর বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল দিল্লি পুলিশ। কিন্তু নিম্ন আদালতে ১৫ মাস যাবত শুনানি চলার পর যাবতীয় অভিযোগ থেকে কংগ্রেস সাংসদ শশী থারুর মুক্তি পান। নিম্ন আদালত থেকে বলা হয় শশী থারুরের বিরুদ্ধে কোনরকম তথ্য প্রমাণ নেই। আর এবার নিম্ন আদালতের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে গেল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার হাইকোর্টের পক্ষ থেকে শশী থারুরকে নোটিশ পাঠানো হয়।
অন্যদিকে এদিন আদালতে শশী থারুরের আইনজীবী দাবি করেন, দিল্লি পুলিশের তরফ থেকে তাঁদের কাছে কোন আবেদনের প্রতিলিপি আসেনি। আর এরপরে দিল্লি হাইকোর্টের বিচারপতি পুলিশকে নির্দেশ দেন, শশী থারুরের আইনজীবীকে তাঁদের আবেদনের একটি প্রতিলিপি দিতে। জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে আগামী বছর ৭ই ফেব্রুয়ারি। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, নতুন করে দিল্লি হাইকোর্টে এই মামলা শুরু হওয়ায় কার্যত অস্বস্তি বাড়ল কংগ্রেস সাংসদ শশী থারুরের। এই মামলা আগামী দিনে কোন দিকে মোড় নেবে, সেটাই দেখার।