মুম্বই, ১১ জুনঃ লিয়োনেল মেসির সঙ্গে একাসনে বসে পড়লেন সুনীল ছেত্রী। সুনীল ১০২ ম্যাচে ৬৪টি গোল করেছেন। মেসিও ৬৪ গোল করেছেন। তবে তিনি খেলেছেন ১২৪টি ম্যাচ। ফলে গড়ে মেসির চেয়ে এগিয়ে ভারত অধিনায়ক সুনীল। ইনটারকন্টিনেন্টাল কাপের ফাইনালে জোড়া গোল করে এই কীর্তি গড়লেন ভারতীয় অধিনায়ক। সুনীলের দাপটে সহজেই কেনিয়াকে ২-০ ফলে হারিয়ে খেতাবও জিতল ভারত। ঘরের মাঠে চারদেশীয় প্রতিযোগিতায় দেশকে চ্যাম্পিয়ন করার পথে অনন্য নজির গড়লেন সুনীল। ম্যাচ শেষে ট্যুইট করে সুনীলকে অভিনন্দন জানিয়েছেন শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগ।
Thank you @chetrisunil11 for giving the country so much to cherish. You were inspirational and I am sure this #IntercontinentalCup victory will help in ensuring that you guys play in a jam packed stadium . Congratulations @IndianFootball #INDvKEN pic.twitter.com/WADgZEd5rl
— Virender Sehwag (@virendersehwag) June 10, 2018