ডিজিটাল ডেস্কঃ কংগ্রেসের চিন্তন শিবির চলাকালীন কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন সুনীল জাখর(sunil jakhar)। তখনই অনেকে অনুমান করছিলেন, সুনীল জাখর হয়তো বিজেপিতে যোগ দিতে পারেন। শেষ পর্যন্ত দেখা গেল সেই অনুমান সত্যি হয়েছে। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার(J P nadda) সঙ্গে দেখা করে তিনি গেরুয়া শিবিরে যোগদান করলেন। প্রসঙ্গত, কংগ্রেসে থেকেই সুনীল জাখর পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির সমালোচনা করেন। এমনকি পাঞ্জাবের ভোটে কংগ্রেসের ভরাডুবি নিয়েও তিনি চান্নিকেই দায়ী করেন। এরপরই কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির শোকজের মুখে পড়তে হয় তাঁকে। খুব স্বাভাবিকভাবেই সুনীল জাখরের বিজেপিতে যোগদান জাতীয় রাজনীতিতে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ নবান্ন থেকে আমন্ত্রণ শুভেন্দু অধিকারীকে, বদলে শুভেন্দু দিলেন শর্ত