ডিজিটাল ডেস্ক : বর্তমানে কংগ্রেস যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে, তখন হঠাৎই কংগ্রেসে বড় ধাক্কা। এবার দল ছাড়ছেন কংগ্রেসের অন্যতম নেতা সুনীল ঝাখর। উল্লেখ্য, সাম্প্রতিক কালে কংগ্রেস সুনীল ঝাখরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। রাজনৈতিক মহলের অনেকেই অবশ্য অনুমান করেন, সুনীল ঝাখরের দল ছাড়ার বিষয়টি। সুনীল ঝাখর নিজেই এই বিষয়টি নিয়ে সংকেত দেন সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেসের চিন্তন বৈঠক নিয়েও সুনীল ঝাখর কটাক্ষ করেন। বিশেষজ্ঞদের মতে, সুনীল ঝাখরের দল ছাড়ার বিষয়টি এই মুহূর্তে কংগ্রেসের কাছে তীব্র অস্বস্তিকর।
হার্দিক প্যাটেলের পরবর্তী পদক্ষেপ কী? জানালেন গুজরাট কংগ্রেস সভাপতি
ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ জল্পনার পর গুজরাটের কংগ্রেস নেতা হার্দিক প্যাটেল দল ছেড়েছেন। তবে তিনি এখনও অন্য কোন দলে যোগ দেননি।...
Read more