ডিজিটাল ডেস্ক: পৃথিবীর মতো একটি গ্রহের অনুসন্ধান জ্যোতির্বিজ্ঞানীদের সর্বকালের প্রচেষ্টা। আর এই খোঁজ পেতে তাঁরা অনুসন্ধান চালিয়ে গেছেন সৌরজগত ছাড়িয়ে মিল্কিওয়ে গ্যালাক্সির পিছনে। আর অবশেষে খোঁজ মিললো সুবারু টেলিস্কোপ (IRD-SSP) ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ (IRD) ব্যবহার করে Ross 508b এর। পৃথিবী থেকে ৩৭ আলোকবর্ষ দূরে। বৃহস্পতিবার সকালে টুইটে লাল বামন তারার একটি গ্রহে বাসযোগ্য পরিবেশে এক ‘সুপার-আর্থে’র সন্ধান মিলেছে বলে জানিয়েছে নাসা (NASA)। গ্রহটির নাম Ross 508b।
Discovery Alert!
A recently discovered exoplanet skims in and out of its star's habitable zone. It's 37 light-years from Earth and about four times our planet's mass, making Ross 508b a super-Earth. A year there, one orbit, takes just 10.8 days! https://t.co/qmEDhIuS3A pic.twitter.com/MW7Cap45If— NASA Exoplanets (@NASAExoplanets) August 3, 2022
এক্সোপ্ল্যানেটটি আমাদের গ্রহের ভরের প্রায় চারগুণ। আশা রয়েছে গ্রহটির পৃষ্ঠে জলের অস্তিত্ব রয়েছে। ভবিষ্যতে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা অনুসন্ধান চালানো হলে আরও অনেক নতুন তথ্য সামনে আসবে বলে আশাবাদী জ্যোতির্বিজ্ঞানীরা। গ্রহটি সূর্যের ভরের এক-পঞ্চমাংশ ভরের নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে। গ্রহটি কেন্দ্রীয় নক্ষত্র থেকে পৃথিবী-সূর্য দূরত্বের ০.০৫ গুণ দূরত্বে অবস্থিত। গবেষকদের মতে, গ্রহটির সম্ভবত একটি উপবৃত্তাকার কক্ষপথে রয়েছে। কক্ষপথের সময়কাল মাত্র ১০.৮ দিন।
আরও পড়ুন: Parallel Universe | প্যারালাল ইউনিভার্সের অস্তিত্ব কী আছে?