উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লিওনেল মেসির হাতে বিশ্বকাপ দেখতে মুখিয়ে আছেন আর্জেন্টাইন সমর্থেকরা। শুধু আর্জেন্টাইনরাই নন, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে স্প্যানিশরাও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান। স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা তো বলেই দিয়েছেন, মেসির হাতে বিশ্বকাপ দেখার অপেক্ষায় আছেন।
আর্জেন্টিনার লিওনেল মেসির ভক্ত স্পেনের অন্যতম ফুটবল তারকা পেদ্রি। তিনি আরবে পা রেখেই বলেছিলেন, স্পেন না জিততে পারলে আর্জেন্টিনা(Argentina) বিশ্বকাপ জিতুক, মেসি ট্রফি উঁচিয়ে ধরুন। এবার পেদ্রির সুরেই কথা বললেন স্পেনের কোচ লুইস এনরিকে। মেসি প্রসঙ্গে এনরিকে বলেছেন, ‘যদি স্পেন না জেতে, আমি চাইব আর্জেন্টিনা জিতুক। কেন? কারণ, মেসির মানের একজন খেলোয়াড়ের কারণে। যদি আমরা বিশ্বকাপ না জিতি, আমি চাইব আর্জেন্টিনা এটা জিতুক।’
এখানেই থামেননি এনরিকে। তিনি বলেছেন, ‘এটা খুবই অন্যায্য হবে, যদি সে বিশ্বকাপ না জিতে অবসর নেয় মেসি। মেসি চাইলে সে আরেকটি বিশ্বকাপ খেলতে পারবে। মেসি পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছে, এটা ছয়ও হতে পারে। এটা সম্ভব হতে পারে তার শারীরিক সক্ষমতা এবং আকাঙ্ক্ষার ওপরে নির্ভর করে।’
কাতার বিশ্বকাপ কারা জিততে পারে, এমন প্রশ্নের জবাবে এনরিকের উত্তর, ‘গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা বিশ্বকাপ জয়ে এগিয়ে রেখেছেন ব্রাজিল ও আর্জেন্টিনাকে। বিশ্ব ফুটবলে এমন কেউ নেই, যারা তাদের হিসাবের বাইরে রাখতে পারে। এরপর স্বাভাবিকভাবেই আসে গতবারের চ্যাম্পিয়ান ফ্রান্স, তালিকায় রয়েছে জার্মানির নামও। স্পেন, ইংল্যান্ডকেও ফেবারিটের তালিকায় রাখব আমি। এ ছাড়া নিচের সারির কোনো দলকে চমক হিসেব দেখা যেতে পারে।’
আরও পড়ুনঃ Alipurduar | রাত জেগে বিশ্বকাপ দেখতে প্রস্তুত আলিপুরদুয়ার, বিভিন্ন দলের সমর্থকদের উন্মাদনা