ডিজিটাল ডেস্ক : রাজ্যের পুর নির্বাচন নিয়ে প্রথম থেকেই বিজেপির তরফ থেকে একাধিক অশান্তি, কারচুপির অভিযোগ করা হয়েছে। আর সেই পরিপ্রেক্ষিতেই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল কাঁথি পুরভোট নিয়ে। সেই মামলার শুনানিতে পুরভোটে অশান্তির অভিযোগ খতিয়ে দেখতে সিসিটিভির ফরেনসিক পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। আর তারপরেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। সেই মামলায় এবার হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এদিন শীর্ষ আদালত প্রশ্ন তোলে, নির্বাচনের ফল ঘোষণার পর জনস্বার্থ মামলা কেন? নিয়ম মেনে নির্বাচন কমিশনে কেন আবেদন জানানো হয়নি? জানা গেছে সোমবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে এবং ডায়েরি নাম্বারও পাওয়া গিয়েছে। সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এহেন নির্দেশ যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ সুখেন্দু শেখর রায়ের, কেন?