কলকাতা: শীর্ষ আদালতে ফের খারিজ হল রাজ্যের করা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারির আবেদন। রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতাকে নিয়ে আগের রায়ই বহাল রইল সুপ্রিম কোর্টে।
শুভেন্দুর গ্রেপ্তারি নিয়ে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। গত বছর ১৩ ডিসেম্বর শুভেন্দুকে নিয়ে দেওয়া রায়ে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল রেখেছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের শীর্ষ আদালতে আবেদন করে রাজ্য। সোমবার রাজ্যের সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ।
শুভেন্দুর দেহরক্ষীর রহস্যমৃত্যু, তমলুকের পুলিশ সুপারকে হুমকি, চাকরি দেওয়ার নামে প্রতারণা সহ মোট পাঁচটি মামলা ছিল তাঁর বিরুদ্ধে। যদিও পরে দু’টি মামলা খারিজ হয়ে যায়। বাকি তিনটি মামলায় শুভেন্দুকে গ্রেপ্তারি নিয়ে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট।