ডিজিটাল ডেস্ক : দীর্ঘ সময় ধরে কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandhopadhyay) এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Bandhopadhyay) বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে ইডি। এই মামলায় বারবার সাংসদ ও তাঁর স্ত্রীকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির ডাকে দিল্লিতে হাজিরা দিলেও এখনো পর্যন্ত রুজিরা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে হাজিরা দেন নি। এই পরিস্থিতিতে অভিষেক এবং রুজিরা দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। যদিও সেই রায় ইডির পক্ষেই যায়। আর এরপর সাংসদ এবং তাঁর স্ত্রী সোজা হাজির হন সুপ্রিমকোর্টে (Supreme court)। আর সেই মামলায় এবার সুপ্রিম কোর্টের নিশানায় ইডি। সুপ্রিমকোর্টের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, অভিষেক এবং তাঁর স্ত্রীকে কলকাতায় জেরা করতে অসুবিধা কোথায়? কেন বারবার তাঁদের দিল্লি ডেকে পাঠানো হচ্ছে? এমনকি প্রশ্ন উঠেছে, কয়লা পাচার মামলায় অভিষেক-রুজিরা অভিযুক্ত নাকি শুধু সাক্ষী হিসেবে জেরা করা হচ্ছে হচ্ছে তাঁদের? সুপ্রিম কোর্টের এই সমস্ত প্রশ্নের উত্তর দেবার জন্য ইডি কিছুটা সময় নিয়েছে। সে ক্ষেত্রে জানা গিয়েছে, পরবর্তী শুনানি হবে ১৭ ই মে। সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলা লড়ছেন বর্ষীয়ান আইনজীবী তথা কংগ্রেস নেতা কপিল সিব্বল। মনে করা হচ্ছে, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ অভিষেক এবং রুজিরার জন্য কিছুটা হলেও স্বস্তিদায়ক।
আরও পড়ুন : ফিরল স্মৃতি, ফাটল বউবাজারের একাধিক বাড়িতে