কলকাতা: প্রয়াত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। বয়স হয়েছিল ৭১ বছর। করোনা আক্রান্ত হয়ে ২৩ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হয়। কোমায়ও চলে যান। বৃহস্পতিবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাতের দশকে খিদিরপুর ক্লাবের জার্সি গায়ে তাঁর কলকাতা ময়দানে আবির্ভাব। প্রথম বড় ক্লাব মোহনবাগান হলেও, ১৯৭৪ সালে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে চাপিয়ে নেন। এরপর টানা ১৯৭৯ সাল পর্যন্ত তিনি ছিলেন লাল-হলুদ বাহিনীর ফুটবলার। ইস্টবেঙ্গল সমর্থকদের পাশাপাশি ক্রীড়াপ্রেমীরা সুরজিৎ সেনগুপ্তের পায়ের জাদুতে মোহিত হয়ে পড়েন । ১৯৭৮ সালে তাঁর অধিনায়কত্বে ইস্টবেঙ্গল যুগ্মভাবে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া সেই বছর ইস্টবেঙ্গল জিতেছিল ডুরান্ড কাপ এবং বরদলুই ট্রফি। ১৯৭৫ সালে আইএফএ শিল্ডের ফাইনালে ইস্টবেঙ্গল ৫-০ গোলে মোহনবাগানকে হারিয়ে দেয়। সন্তোষ ট্রফিতেও বাংলাকে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন করতে তাঁর ভূমিকা ছিল। এশিয়ান গেমসেও প্রতিনিধিত্ব করার কৃতিত্ব রয়েছে তাঁর। একজন তবলা বাদক হিসেবেও তাঁর সুনাম ছিল। তাঁর প্রয়াণে বাংলা তথা ভারতীয় ফুটবলে এক যুগের অবসান হল।