কলকাতা: হঠাৎ শারীরিক অবস্থার অবনতি সুরজিৎ সেনগুপ্তের। সোমবার রাত পর্যন্তও তিনি স্থিতিশীল ছিলেন। কিন্তু তারপর হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়ে যায় বলে খবর। তাঁর অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছে। তাঁকে পোর্টেবল বাইপাপ চিকিৎসা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
করোনায় আক্রান্ত হওয়ায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এই কিংবদন্তি ফুটবলারকে। তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ ছিল বলে জানা যায়। তাঁকে সাধারণ কোভিড ওয়ার্ড থেকে এইচডিইউতে স্থানান্তরিত করা হয়। কিন্তু স্থিতিশীল ছিলেন তিনি। তবে গভীররাত থেকে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি শুরু হয়।