মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় সাত মাস। এখনও পর্যন্ত তাঁর মৃত্যু রহস্য নিয়ে ধোঁয়াশা কাটেনি। এদিকে তাঁর মৃত্যুর সাত মাস পর প্রয়াত অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একটি চিঠি। সুশান্তের হাতে লেখা চিঠি সবার সামনে আনলেন শ্বেতা।
চিঠির ছবি শেয়ার করে ভাইয়ের চিঠি বলে প্রকাশ করেন শ্বেতা।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের ব্যান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সুশান্তের মৃত্যু নিয়ে শুরু হয় জোড় জল্পনা। আত্মহত্যা নাকি খুন? সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। সুশান্তের মৃত্যু রহস্যের তদন্ত করতে গিয়ে বলিউডের মাদক যোগের বিষয়টি সামনে আসে। গ্রেপ্তার করা হয় সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে। রিয়ার পাশাপাশি তাঁর ভাই সৌভিক চক্রবর্তী সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মাদকযোগে নাম জড়ায় বলিউডের নামজাদা বহু তারকারও। ২৮ দিন মুম্বইয়ের বাইকুল্লা জেলে বন্দি থাকার পর সাময়িক মুক্তি পান রিয়া চক্রবর্তী। রিয়ার পর জামিন পান অভিনেত্রীর ভাই সৌভিকও।