মেখলিগঞ্জ: বিরল রোগে আক্রান্ত ২২ বছরের গৃহবধূ। চিকিৎসা করাতে প্রায় ১২ লক্ষ টাকা প্রয়োজন। টাকার অভাবে চিকিৎসা না করিয়ে বাড়িতেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ির ডাকুয়াটারির গৃহবধূ সুস্মিতা রায়। চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা সাহায্যের আর্জি জানিয়েছেন।
সুস্মিতার স্বামী প্রদীপ রায় জানান, দেড় মাস আগে বিয়ে হয় সুস্মিতার সঙ্গে। বিয়ের আগে সম্পূর্ণ সুস্থ ছিল। বিয়ের পর ১ বছর কেটে গেলে তাঁর স্ত্রী অসুস্থতা বোধ করে। তারপর মেখলিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলে। কিন্তু কী রোগ হয়েছে তা ধরতে পারেনি চিকিৎসকরা। এদিকে শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তারপর পরিবারের সদস্যরা কলকাতায় নিয়ে যায়। সেখান থেকে কিছুদিন পর বেঙ্গুলুরু নিয়ে যায়। সেখানে গিয়ে জানতে পারে সুস্মিতা অবর্ধক রক্তশূন্যতা রোগে আক্রান্ত। তাঁর চিকিৎসা করতে খরচ আনুমানিক ১২ লক্ষ টাকা। চিকিৎসা করাতে এত টাকা না থাকায় সুস্মিতাকে নিয়ে পরিবারের সদস্যরা বাড়ি চলে আসে। বর্তমানে বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে সুস্মিতা। তাঁর স্বামীর সামান্য জমি রয়েছে। সেই জমিতে চাষাবাদ করে কোনও মতে সংসার চালায়। এত টাকা কীভাবে জোগাড় করবে বুঝতে পারছে না তাঁরা। তাই প্রশাসন ও সহৃদয় ব্যক্তির কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন।
আরও পড়ুন : ইদের আগে ভিলেন বৃষ্টি, চিন্তায় ব্যবসায়ীরা