ডিজিটাল ডেস্ক : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ২৬ টি এফআইআর দায়ের করা হয়েছিল তবে তার বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ নেওয়ার আগেই হাইকোর্টে হাইকোর্টের তরফ থেকে দেওয়া হলো স্থগিতাদেশ। রাজনৈতিক সূত্রে জানা যাচ্ছে বিভিন্ন থানায় যেভাবে লাগাতার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতার দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টের। তিনি অভিযোগ করেন দল বদলের পর থেকেই তার বিরুদ্ধে এভাবে লাগাতার মিথ্যে মামলা দায় করা হচ্ছে বিভিন্ন থানায়।
হাইকোর্টে শুভেন্দু অধিকারী আবেদন করেন হয় তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করা হোক না হলে সিবিআই তদন্ত করা হোক আর সেই আবেদনের ভিত্তিতে হাইকোর্টের তরফ থেকে আজ বিচারপতি রাজশেখর মানথা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমস্ত অভিযোগ খারিজ করলেন তিনি জানালেন মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী, ফলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এভাবে লাগাতার অভিযোগ তুলে বিরোধী দলনেতার কাজ স্তব্ধ করার চেষ্টা হতেই পারে সেদিকে নজর রেখেই কলকাতা হাইকোর্ট তার বিরুদ্ধে সমস্ত এফআইআরের অন্তবর্তী স্থগিতাদেশ জারি করেছে।
পাশাপাশি হাইকোর্টের তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে হাইকোর্টের রক্ষাকবচ শাখা সত্ত্বেও কিভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এই নিয়ে রাজ্যের হলফনামা তলব করেছে হাইকোর্ট। হাইকোর্টের এই সিদ্ধান্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে স্বস্তি পেলেন তা অনস্বীকার্য। তবে এখনো পর্যন্ত এ ব্যাপারে তৃণমূলের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।