কলকাতা: রাত কাটতেই ভোল বদলে তৃণমূল ছাড়ার ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। তৃণমূলের শীর্ষ নেতাদের ডাকা বৈঠক নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন শুভেন্দুবাবু। সৌগত রায়কে মোবাইলে এসএমএস করে শুভেন্দুবাবু বলেন, ‘আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি। কিন্তু গতকাল বৈঠকে আমাকে অনৈতিকভাবে ডাকা হয়েছিল। আমি ভবিষ্যতে আপনাদের সঙ্গে কাজ করতে চাই না।’ শুভেন্দুবাবুর এই এসএমএস ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা।
কিছুদিন ধরেই তৃণমূলের দাপুটে নেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা চলছে। তিনি মন্ত্রীত্ব ছাড়ার পর সেই জল্পনা আরও বাড়ে। কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বিজেপিতে যোগদানের পর শুভেন্দুবাবুও বিজেপিতে যেতে পারেন বলে জোর চর্চা চলছিল রাজ্য রাজনীতিতে। কিন্তু মঙ্গলবার রাতে দু’ঘণ্টার বৈঠকে সেসব জল্পনার অবসান হয়েছে বলে দাবি তৃণমূলের শীর্ষ নেতাদের। তাঁদের দাবি, সমস্ত সমস্যা মিটে গিয়েছে। তৃণমূলেই থাকছেন শুভেন্দু। যদিও সৌগতবাবুকে করা শুভেন্দুবাবুর এসএমএস ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে।