নয়াদিল্লি: সুব্রহ্মণিয়াম স্বামীর আক্রমণের নিশানায় কেন্দ্রীয় সরকার। কেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে রোমে যেতে আটকানো হল সেই প্রশ্ন তুলেছেন রাজ্যসভার এই বিজেপি সাংসদ। সাংসদ সুব্রহ্মণিয়াম স্বামীর আজ টুইটারে এই প্রশ্ন করে বিঁধলেন স্বরাষ্ট্র মন্ত্রককে।
রবিবার টুইটে তিনি লেখেন, ‘কেন পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে দেওয়া হল না? কোন আইনে তাঁকে আটকানো হল? মমতাকে রোমে যাওয়ার অনুমতি দেওয়া উচিত মোদির ’ স্বামীর বক্তব্যের সমর্থন করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘সুব্রহ্মণ্যম স্বামী একদম ঠিক কথা বলেছেন। অনুমতি না দিয়ে বিদেশ মন্ত্রক অন্যায় করেছে। ঈর্ষার থেকেই এটা করা হয়েছে।’ প্রসঙ্গত রোমে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাতে বিদেশমন্ত্রকের তরফে নবান্নকে এক লাইনের চিঠি দিয়ে জানানো হয়, বিশ্ব শান্তি সম্মেলনে অংশ নেওয়া মুখ্যমন্ত্রীর পদের সঙ্গে সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তাকে অনুমতি দেওয়া হচ্ছে না।
Why was Bengal CM Mamata prevented by Home Ministry from attending an international conference in Rome ? Which law prevented her going?
— Subramanian Swamy (@Swamy39) September 26, 2021