ডিজিটাল ডেস্কঃ এবার উচ্চ মাধ্যমিকের সিলেবাস বদল নিয়ে জোর গুঞ্জন। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস বদল নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে শিক্ষা সংসদ। শোনা যাচ্ছে, করোনা পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে যে বদল এসেছিল, তা বদলে দিয়ে আবারও পুরোনো নিয়মে সংসদ ফিরে যেতে চলেছে। প্রসঙ্গত, করোনাকালে উচ্চমাধ্যমিক সিলেবাসের প্রায় ৩০% কমিয়ে দেওয়া হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে স্কুল খুলে গিয়েছে। অফলাইন ক্লাস হচ্ছে। তাই আবারও স্বাভাবিক নিয়ম ফিরিয়ে আনা হবে বলেই খবর। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শিক্ষা সংসদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, পুরোটাই অনুমান। তবে সেই অনুমান কতদূর বাস্তবায়িত হয়, সে দিকেই নজর থাকবে ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুনঃ আজও ঝড়বৃষ্টির পূর্বাভাস বঙ্গে