ডিজিটাল ডেস্কঃ ক্যান্সার এমন একটা রোগ যা আজও মানুষের কাছে একটি অভিশাপ।চিকিৎসা বিজ্ঞানের এতো উন্নতির পরও এই রোগের সঠিক কারণ বা দ্রুত চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হওয়া ভাগ্যের ব্যাপার। মুখের ক্যান্সার এমন এক ধরনের ক্যান্সার, যা মুখ বা ঠোঁটের টিস্যুুগুলোতে হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক কি লক্ষণ থেকে বুঝবেন আপনার মুখ ক্যান্সারে আক্রান্ত
১) ঠোঁট বা মুখে দীর্ঘদিনের ঘা
২) মুখের যে কোন জায়গায় অস্বাভাবিক কোন গোঁটা বা পিন্ড দেখা দেওয়া
৩) দাঁত পড়ে যাওয়া
৪) গিলতে ব্যথা বা অসুবিধা বোধ করা
৫) গলায় কোন পিন্ড দেখা দেওয়া
৬) কানে ব্যথা অনুভূত হওয়া
৭) ওজন অল্প সময়ের মধ্যে অনেকখানি কমে যাওয়া
৮) নিচের ঠোঁট, মুখ, গলা বা গালে অবশতা অনুভূত হওয়া
৯) জিহ্বায় ব্যথা
১০) চোয়ালে ব্যথা বা অবশতা
যদিও মুখে ঘা এবং কানে ব্যথা অন্য কোন অসুখেও দেখা দিতে পারে, তবুও উপরের লক্ষণগুলো একসাথে দেখা দিলে অবশ্যই চিকিৎসককে দেখানো উচিত।