শিলিগুড়ি: বাংলায় সিন্ডিকেট-কাটমানি রাজ চলছে, বিধানসভা ভোটের পর প্রথমবার বাংলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)ও তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের উদ্দেশ্যে এভাবেই আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিট নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে বেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী তেনজিং নোরগে ও পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন। এরপর সোজা শিলিগুড়িতে রেলওয়ে ইনস্টিটিউট মাঠে আয়োজিত সভায় পৌঁছে যান শা। সভায় উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ নিশিথ প্রামাণিক, জন বারলা, রাজু বিস্টা, জয়ন্ত রায়, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, বিধায়ক শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা সহ দলের বহু নেতা-কর্মী। এদিন জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কার্যত রণংদেহি মেজাজে ছিলেন অমিত শা(Amit Shah)। তিনি বলেন, ‘বাংলায় সিন্ডিকেট-কাটমানি রাজ চলছে। চলছে দুর্নীতি। অর্থনৈতিক দিক থেকে বাংলার অবস্থা খারাপ।’ জ্বালানির মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, ‘পেট্রোলের দাম বাংলায় বেশি। পেট্রোল-ডিজেলের ওপর অন্য রাজ্যের থেকে বেশি কর নেয় পশ্চিমবঙ্গ।’ সম্প্রতি বগটুই, হাঁসখালি নিয়ে উত্তাল হয়েছে রাজ্য। সামনে এসেছে একাধিক ধর্ষণ, খুনের ঘটনা। সেকারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও রাজ্যকে তোপ দাগেন শা। তিনি এদিন প্রশ্ন তোলেন, ‘অন্য কোনও রাজ্যে কিছু হলে সেখানে তৃণমূলের প্রতিনিধি দল যায়। পাঠানো হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কিন্তু বীরভূমে ৮ মহিলাকে পুড়িয়ে মারা হল। বীরভূমে কেন তৃণমূলের প্রতিনিধি দল গেল না?
আরও পড়ুন : ‘উত্তরবঙ্গে অনুপ্রবেশ রুখব আমরা’, শিলিগুড়িতে হুংকার অমিত শা’র